আজও সাগরের জল ফুলে ওঠে
বুকের  ধড়ফড়ানিতে
বাতাস উত্তপ্ত হয়ে বয়ে
কষ্টকর নিস্বাসে
হারকাটা সূর্যের কিরণ
যায় নিজের তৃষ্ণা মিটিয়ে।
অরণ্য কাঁদে মানুষের তরে
বুকের জ্বালা বাড়িয়ে
নদী হাপসে ওঠে
তার বুকে চড়া বালুর ঢিবি পড়ে
সদ্য জাগরিত, ঐ অংকুরিত বীজটি
হয়ত একটু পড়ে, সূর্যের কিরণে যাবে মরে।
এ সূর্য না থাকলে হয়ত
হত না অংকুরিত
হওয়াটা থাকিত অধরা।
নদী নালা শুকিয়ে গিয়েও
বর্ষণ তবুও আসেনা অভিমানে
আগামীতে কিরণ পবন বর্ষণ
যে এতদিন করিত জীবনের আগমন।