বিষন্ন মন যখনি কাটাই
তোর কথায় মনে পড়ে।
মনে পড়ে যায় তোর সাথে কাটানো সময়।
তোর ছোট ছোট কুনসুটি,
খুব মনে পড়ে এখন।
তোর অজস্র সৃতি আমায় কাদাঁয় হাসায়,
আজো তোকে একটুও ভুলিনি।
যখন হাটতাম অজপাড়া গায়ের মেটো পথে
তুই আমায় জাপ্টে ধরতি।
আর বলতি তোর হাতটা যেন না ছাড়ি,
ছাড়তে চাই নি আমি তুই ছেড়ে গেলি
যেখানেই গেলি ভালো থাক।
ভালো থাকুক তোর স্বপ্ন
তবে আমি ভালো নেই মানুষের অবহেলায়।