আমি কিন্তু দেখছি তোকে,
নাম না জানা ফুলের মাঝে,
অচিন পুরের ভিন্ন দেশে।


আমি কিন্তু দেখছি তোকে
জোৎস্না মাখা গভীর রাতে,
জোনাকিদের ভিড়ের মাঝে।


আমি কিন্তু দেখছি তোকে,
ঐ দূর আকাশে তারার মাঝে,
বেলা অবেলায় সন্ধা সাঁঝে।


আমি দেখছি, আজো দেখছি,
নাম 'না' জানা নিষ্পাপ ফুলের সাঁঝে,
মনের রঙে রাঙিয়ে তোর ছবি আঁকছি।