রাত যতই ঘনিয়ে আসে,
            কষ্ট আমায় ঘিরে ধরে।
জানা কষ্ট অজানা কষ্ট,
            চেনা কষ্ট অচেনা কষ্ট।
ছোট কষ্ট বড় কষ্ট,
            সাদা কষ্ট কালো কষ্ট।
পাওয়া কষ্ট না পাওয়া কষ্ট,
            রাতটা যেন এক কষ্টের ঘর।
সেই ঘরে তে বাস করি,
            কেইবা আপন কেইবা পর।
একলা এসেছি একলাই যাবো,
            সারারাত মনে হয় কষ্টয় পাবো।