শুনতে পাই না আর সে গান,
গেয়েছিলে তুমি তোমার তরঙ্গে,
কি করে শুনতে পাবো বলো,
বেতার রিসিভার নাই আমার শহরে।
হেটে যাও আজও তুমি গহীন অরন্যে,
হাটিনা আমি, খুজে ফিরি নিজেকে,
বয়সের ভার বয়নি তবু,
রাত জেগে লিখি নিজের কথার কাব্য,
তুমি জেগে নেই সেই মহা তারুন্যে।
খুজে নিতে পারবেনা আমাকে তুমি,
জেগে নেই রাতের আলোর নিয়ন,
পাবেনা আমাকে তোমার শহরে,
মশাল সেখানে আলো দেয়না,
দেখা যায়না অতৃপ্ত নয়ন,
লিখবে কি করে ঠিকানাহীন এই শহরে,
বেচে নেই আজ স্বপ্নের ডাকপিয়ন।
পাবেনা ঠিকানা আমার তুমি,
ডাকবাক্স হয়না খোলা আজ,
অন্ধকারের ভীরে জমেনা আলোর ছটা,
কেউ ছুয়ে দিবেনা তোমার গাল,
পাবে কি করে আমাকে তুমি,
তোমার শহরে জ্বলেনা আলোর মশাল।
ল্যাম্পপোস্টে হারাই না আমি,
ডুবিনা আলোর অতল গভীরে,
অন্ধকার রাতের সাথে মিশিয়ে নিকোটিনের ধোয়া,
খুজিনা তুমি নামক নেশা,
পাবে কি করে আমাকে তুমি,
অন্ধকারের মায়ায় বাধেনি তোমার ছায়া।
রাতের পেচার সাথে মিতালি আমার,
আমার অপেক্ষায় কাটায় রাত্রি প্রহর,
সাদা কাগজে মোড়ানো ভালোবাসা,
আর বারুদের গন্ধ নেয়া হয়নি তোমার,
পাবে কি করে আমাকে তুমি,
ঘুমন্ত আমার নির্ঘুম শহর।