বিধিতে নিধিতে
কথাতে মধুতে
কি যেন হাসিতে
কি দারুণ বিধিতে
আলপনা আঁকিতে
স্বপ্নের নিশিতে
দেখিতে চাহিতে মনেতে গাথিতে
কি শোভা দেখিতে
কথা দিয়ে রাখিতে
অকারণে শাসিতে
পথ চলা নিশিতে
হয়ে যায় বিষিতে
স্বপ্নকে আঁকিতে
মিশে যাও নিখিলে
কাজ কর  বিধিতে
সফলতা আসিতে
নেহায়েত ফাঁকিতে
কেন যাবে বৃথাতে
কাজ আর আস্থা
দুই হল শক্তি
নিধিতে বলিয়ানে
সফলতার ভিত্তি।