সেদিন আমাকে যারা 'নষ্ট মেয়ে' বলে গেল
তাদের কাউকেই আমি চিনি না।
আমার আগের প্রজন্মকেও ওরা তাই বলে গেছে।
বহু শতাব্দী ধরে সমাজের
সব পাপের নিন্দা বইতে বইতে
হারিয়ে গেছে আমার চোখ থেকে
অনিন্দিতার স্বপ্ন।
তবু বেঁচে থাকি বন্যের সাথে জন-অরণ্যে।
পশু পক্ষীর মতো শিকার হই প্রতিদিন।
মারনোস্ত্রহীন শিকারীর আঘাত হৃদস্পন্দনে নয়
আমার যৌনাঙ্গে।
তোমরা যাকে ধর্ষণ বলো
আমি তাকে মৃত্যু বলি।
তবু বেঁচে থাকি বন্যের সাথে জন-অরণ্যে আজও।
আমার রক্ত নিংড়ানো ভালবাসা থেকে
প্রথম সেদিন জন্ম নিয়েছিল যে পুরুষ
সে আজ আমাকেই নষ্ট বলে ফেরে।
সমাজের সব পাপের কলঙ্ক বইতে বইতে
হারিয়ে যাচ্ছে আমার চোখ থেকে
অনিন্দিতার স্বপ্ন।
প্রতিদিন।


৮ই জুলাই'২০১৫/দিল্লি