তুমি আমায় স্পর্শ করলে
সাগরের উচ্ছ্বলতা আমার বুকে পাহাড় ভাঙে।
তুমি উল্লাসে হেসে উঠলে
কোন সুদূরে এক নদী তার স্বপ্ন ভাঙে।
তুমি মুঠো হাত খুললে
মিষ্টি ভোরের বুকে রাত্রির অবসর।
তুমি উদাসীন হলে
সাগরের জলে পূর্ণিমার চাঁদ নিথর।


তোমার অহংকার পিশার মিনারের সুদীর্ঘ উচ্চতা,
তোমার বিদ্রোহ আফগান-মেয়ের স্বপ্নের স্বাধীনতা।
তোমার পায়ের পাতায় আমার রক্তজবার অন্তিম স্থানান্তর,
তোমার খোলা চুলের সুমিষ্ট গন্ধ রজনীগন্ধার সাতজন্মের জন্মান্তর।
তোমার উচ্ছ্বাস বিন্ধ্যের বুকে বরফখণ্ডের স্বপ্নিল কোমলতা,
তোমার আঙুলের ছন্দ ভোর-রাতে আমার শিউলীর মালা গাঁথা।
তোমার ঈর্ষা আমার উঠোনের শেষ গোলাপের ঝরে যাওয়া,
তোমার উৎকন্ঠা সহস্রবার ভগবানের সুন্দর স্বপ্ন ভেঙে যাওয়া।


তুমি ক্লান্ত হলে পৃথিবীর সব রাজপথ
উল্লাসে গেয়ে ওঠে।
তুমি দুঃখ পেলে বৃষ্টি ভেজা বিকেলে
প্রলয় ঝড় ওঠে।
তুমি আঁধারে হারালে আলোকবর্ষ দূরে
তারারা খসে যেতে চায়।
তুমি চুল খুলে বৃষ্টিতে নেচে উঠলে
এ প্রেমিক তার চেতনার হুঁশ হারায়।


অনেক খোঁজার পর, আমি ক্লান্ত হয়েছি আজ
ছুঁড়ে ফেলেছি সব মনি মুক্তার সাজ।
ধুলো মাখা পথে পৃথিবীর প্রান্তরে
সূর্যাস্তে, গোধূলীতে স্বপ্নের অন্তরে
পাই নি সন্ধান চিহ্ন তোমার পরিচয়
উত্তরহীন সংসারে কে আমার প্রেমের পরিণয়??