এক মুঠো উষ্ণ স্বপ্ন বুকে ভরেছিলাম
সেই পৌষের রাতে
যেদিন প্রথম বাবা হয়েছিলাম।
বুকের বাঁদিকটায় আজকাল
কিন্‌কিন্‌ করা এক যন্ত্রনা স্মরন করিয়ে দেয়
আমি বেঁচে আছি।
আমায় বাঁচিয়ে রেখে হঠাৎ একদিন
স্ত্রী চলে গেল আর এক পৌষের রাতে।
ছেলে পুত্রবধু আর নাতনি
মাথা গনণার সদশ্যে
আমার ছোট্ট ঘরের বিছানায়
আমিও ছিলাম।
ছেলের পরিবার আর আমার বয়স
কখন যেন বেড়ে গেল হঠাৎ।
নিজের ঘরে উপেক্ষা আর তিরস্কারের ছানিতে
চোখের দৃষ্টি বড় ঝাপসা হয়ে গেছে আজ।
বুকের বাঁদিকটায় আজকাল
কিন্‌কিন্‌ করা এক যন্ত্রনা স্মরন করিয়ে দেয়
আমি বেঁচে আছি।
বেঁচে আছি প্রতিদিন
এই বৃদ্ধাশ্রমে।



১২ই জুলাই’২০১৫/দিল্লি