তুমি যদি একটিবার হাত বাড়াও
আমার সন্তানকে তার স্বপ্নের
দুর্বোধ্যতা বোঝাতে পারি।
শুধু একবার যদি তুমি পাশে এসে দাঁড়াও
মোমবাতির মিছিল আমি বিদ্রোহের আগুনে
পোড়াতে পারি।
অবিশ্বাসের ইনফেক্‌শন আমার জন্মের
নাড়ী কাটার সময় থেকে।
আমার হৃদয় তুমি একটিবার স্পর্শ করো
ভালবাসার নীলাকাশে আমরণ বিশ্বাস
আমি ছড়াতে পারি।
সেই কবেকার ধর্মান্ধতার চক্ষুশূল ঘৃণা
আমার নিউরোনের মণিকোঠায় সযত্নে রাখা।
এক মুঠো বারুদ যদি তুমি আমায় দিতে পারো
নির্বিবেকের আগাছায় ভরা
নপুংসক এ বুকের উঠোন আমার
আমৃত্যু জ্বালাতে পারি।
শুধু একটিবার তুমি আমায়
স্থান করে দাও এক নারীর জরায়ুতে।
পৃথিবীর সব পুরুষ-ভ্রুণের ক্রোমোজম
সৃষ্টির মূহুর্ত পর্যন্ত আমি
হত্যা করে যেতে পারি।


আমার সন্তানের চোখে তার আগামীর স্বপ্নের সকাল
দুর্বোধ্য প্রশ্নের ছানিতে ঝাপসা।
তোমার সাহায্য ছাড়া আমি পারবো না কিছুই।
কেউ কি আছে কোথাও
আমার পাশে থাকার?