শক্তির অপচয় প্রতিশোধের রক্তক্ষরণে।
বিবেকের অপচয় আপোষের দিবারাত চুম্বনে।
স্বপ্ন ভেঙে যাওয়ার পর চোখে রক্তের দাগ
থেকে যায় কেন?
রাত্রির অপচয় হয়ে যায় হয়তো
প্রতীক্ষার অবগাহনে।
সাঁতার শেখার আগে হাত পা ছোঁড়া শিখতে হয়
তাই ক্রোধের অপচয় বোধহয়
খালি হাত শুন্যে ছোঁড়া আস্ফালনে।
বিধাতার সাথে সাপলুডো খেলার
নিয়ম শিখে ফেলেছি।
তাই দম্ভের অপচয় অহংএর সাগরে
ডুবসাঁতার প্রতিদিন।


যদি তাই হয়...
তবে পৃথিবীর সব ভগবানের আসন ভেঙে ফেলছি না কেন?