সাহস করে বলে দ্যাখ একবার
-ভালবাসি।
দেখবি মস্তিষ্কের অর্ধেক ভয় কেটে গেছে।
আর যদি তা না পারিস তাহলে
বুকের ছাতি ফুলিয়ে বলে দে – ঘৃণা করি।
দেখবি হৃদয়ের অর্ধেক সংশয় কেটে গেছে।


তারপর ছেড়ে দে ভালবাসা আর ঘৃণার উপর
শুধু দেখতে থাক জয় কার হয়।
অর্ধ শতক পার হয়ে গেছে
বুকের আঁচড়ে বয়ে চলেছিস
বিষাক্ত কাঁটাতারের ইনফেক্‌শন।
তবু তোর বানভাসি নদীটা বাঁধ ভেঙে
আমার স্বপ্নের উঠোনে এসে পলি ছেড়ে যায় কেন?


রক্তের গ্রুপে ধর্মের ডেসক্রিপশন্‌ থাকে না।
তুইও তা জানিস।
অর্ধেক হৃদপিণ্ডের অর্ধেক স্পন্দন
বাঁচাবে কি কোনোদিন
তোর-আমার মৃত এ অন্তর?
আয় পূর্ণ হয়ে বাঁচি
সম্পূর্ণ এক দেশে।


(ইন্ডিয়া আর পাকিস্তানের সম্প্রীতির উপর কাল এক মুভী দেখতে দেখতে এ কবিতার জন্ম। আর আসরে এ আমার অর্ধ-শতক কবিতাও)