সভ্যতার নিবিড় আলিঙ্গনে
মানবতার আজ দমছুট।
পাওনাদার অক্সিজেন তার দাবী নিয়ে
চেপে বসেছে একবুক উৎকন্ঠায়,
জীবনের শেষ নিশ্বাসটুকুও মিশে যায়
চিমনীর কালো ধোঁয়ায়।
সবুজ পাহাড় স্থির চোখে তাকিয়ে থাকে
মানুষের বুকে।
হৃদ্যতার উঠোন ভরে উঠেছে
নির্বিবেকের আগাছায়।
আগামীর প্রেমিকা ছুটেছে মঙ্গলগ্রহে
জীবনের সন্ধানে।
আমরা স্বদেশ ঘিরছি কাঁটাতারে…….


(আসরের শ্রদ্ধেয় কবি অজিতেশ নাগ কে কবিতাটি উৎসর্গ করলাম, আরও অনেক কথা ছিল, বললাম না। আপনারা পড়ে বলুন)