মাথার উপর আকাশ বদলাচ্ছে প্রতিনিয়ত
শতাব্দীর ক্যালেন্ডারে ভগবানকে ছুটি দিয়েছি।
হিমালয়ের উচ্চতার অহংকার কমছে প্রতি মাইক্রো-সেকেন্ডে
অথচ আমার বুকে নিঃসঙ্কোচ দখলদারি কিসের।
অহংএর সাগরে শক্তির জোয়ার অপ্রতিরোধ্য,
ইন্টলারেন্সের ভাইরাস সংক্রামক নয়, সংগঠিত আমার মস্তিষ্কে।
বারুদ আর রক্তের চাহিদা বাড়ছে শুধু অবিরাম।
মাথার উপর আকাশ বদলাচ্ছে প্রতিনিয়ত।
ভাতের সন্ধানে হাত বদলাচ্ছে প্রতিরাতে
আমার চেনা মেয়েটি।
প্রযুক্তির আঁচে প্রজন্ম পুড়িয়েও বদলাই নি শুধু আমি
সেই প্রস্তর যুগ থেকে।
ধর্মগ্রন্থের শেষ পৃষ্ঠাতেও ‘সমাপ্ত’ লেখা থাকে না
তবে কিসের জেহাদ, কিসের সমাপ্তি আমার?
বিনাশের ক্যালেন্ডার ছিঁড়ে ফেলার
সময় এসেছে এবার।
ইন্টলারেন্সের ভাইরাসে ভগবান সংক্রামিত হন নি এখনও।
ভেবে দেখার সময় আছে
হয়তো আরও একবার।