রক্তের বদলে স্বাধীনতা চাই না।
স্বাধীনতার বদলে পঙ্গুত্বও চাই না
প্রশ্ন যখন পায়ের নিচের মাটিকে নিয়ে
কাঁটাতারের বিভাজন রেখার খিলাফ
উদারতার উত্তর চাই না।
আমার রক্তাক্ত শরীর
পোড়া বারুদের স্তূপের নিচে
চাপা পড়ে থাকে আজও।
মরনোত্তর শহীদ-পদক শোভা পাক
তোমাদের হাতেই।
আমার স্বত্তার ধর্ষণ প্রতিদিন।
ক্ষতিপূরণের খেসারত তোমার টাকার বাক্সে
মোড়া থাক বর্ষভর।
শীতের রাতে আমার উলঙ্গ ছেলেটার
কম্বল চাই না।
শান্তি-বার্তার বৈঠক টেবিলে
তোমার চায়ের গরম মিথ্যে হোক।
আস্বস্ততার খোকলা আগুনে আজ
পুড়িয়েছি আজন্ম সহিষ্ণুতার মরিচা।
রক্তের-বদলে-স্বাধীনতার শেষ শক্তি দিয়ে
যেতে চাই
তোমার সাংবিধানিক নপুংসতার খিলাফ।