বার কতক বলেছি,
আয়োত্রীণা আমার
বুকের বাঁ পাশে চিন্ চিনে্ ব্যাথা আছে
বহুদিন দেখিয়েছি তোমায় -
আমার হৃদয় গভীরে কোমল শয্যা পাতা আছে
তুমি রক্তস্নাত পথ ছেড়ে এইখানে  উঠে এসো।


আয়োত্রীণা চলো ওইখানে গিয়ে বসি,
এখন পৃথিবীতে যুদ্ধ যুদ্ধ খেলা শেষ
পলাশের বনে আজ শুধু ভালোবাসাবাসি


চলো ওইখানে গিয়ে বসি।


বিকেলের আলো যেখানে একাই খেলছে,
খেলছে আমাদের হারিয়ে যাওয়া মায়া কাননে।