করোনা ঢুকছে ঘরে ঘরে, আর ত্রাণতহবিলে টাকা
মন্ত্রীমশাই বলেই চলেছে হাঁড়িতে মাংস ফাঁকা।  
বুদ্ধিজীবীরা প্রশ্ন কোরোনা, মাথায় নিওনা চাপ
নিউজ চ্যানেল মেরে দেবে পিঠে দেশদ্রোহীর ছাপ।  


দেশদ্রোহী আমাকে বলবে? আমি ছাপোষা প্রাণী
খাই দাই আর গবেষণা করি কাহারো করিনা হানি।


- চেন্নাই থেকে সাংঘাই গেছো গেলো বছরের কথা
চাইনিজ বাম লাগাও তুমি কোমরে লাগলে ব্যথা।
চাউমিন খাও, পিংপং খেলো, সিনেমায় জ্যাকিচ্যান
পুকুরে সেদিন ধরেছিলে তুমি কচি কচি সোনা ব্যাঙ।
চীনের সঙ্গে আঁতাত তোমার দেখতে পাচ্ছি স্পষ্ট
চ্যানেল রয়েছে, সিবিআই কেন করবে খামোকা কষ্ট ?
চ্যাটাং চ্যাটাং কথায় তোমার মাওবাদীদের গন্ধ
কথায় কথায় চেঁচিয়ে যাচ্ছো সরকার কেন অন্ধ।
ভাইরাস নিয়ে কাটাছেঁড়া কর ল্যাবের গোপন ঘরে
করোনা কে তুমি মিশিয়ে দিয়েছো মামুলি সর্দিজ্বরে।
দেশের শত্র‌ু তুমি গদ্দার ফন্দিআঁটছো ঘরে
প্রমান করবে আমার চ্যানেল কেবল গলার জোরে।


বাঁচার ইচ্ছে থাকে যদি প্রাণে, কানে দিই এক মন্ত্র
বিজ্ঞানী তুমি বানাও একটা মগজধোলাই যন্ত্র।
মানুষ ভাববে চাকরি না থাক, নাই কোনো আপসোস
পরমায়ু বাড়ে মাঝে মাঝে তাই দিচ্ছি সবাই উপোস।