মানুষ থেকে তোমার প্রতিদিনকার বিচ্যুতি
তুমি কি টের পাও?
টের পাও কি তুমি?
তোমার ক্রমে ক্রমে অমানুষ হয়ে উঠা?
নাহ, তুমি টের পাও না।
এসবে অভ্যাস হয়ে গেছে তোমার।
তোমর বিবেক এখন মৃতপ্রায় নদীর মত।
একেবারে শুষ্ক, প্রবাহহীন।
পাপ আর পাপীকে ঘৃণা করা-
সে তোমার বিষন্ন অতীত।
আজ পাপেই তোমার সুখ
পাপেই খুঁজে পাও জীবনের যথার্থতা
তোমার চিত্ত আর কেঁদে উঠে না
সেই অগ্নি পরীক্ষার কথা ভেবে
অথচ তোমার ক্রন্দন শুনে একদিন
আকাশে বাতাসে বইত কান্নার রোল
সেই তুমি আজ তোমার কাছে অচেনা
তোমার কলম আর গর্জে উঠে না
কন্ঠে উঠে না প্রতিবাদের ঝড়
অন্যায় আর অন্যায় ঠেকে না
তোমার কাছে সবই স্বাভাবিক লাগে
এসবে অভ্যাস হয়ে গেছে তোমার
একেবারেই টের পাও না তুমি
মানুষ থেকে তোমার প্রতিদিনকার বিচ্যুতি
অথবা ক্রমে ক্রমে অমানুষ হয়ে উঠা।