ঘুড়ির মত উড়বে ইচ্ছা যত
বসবে ঘাসে,
কিন্তু না সে বসে আমার হাতে।


তার নিত্য নতুন সাজ
ডানায় নিঁখুত ভাজ,
রঙে আর ঢঙে মুগ্ধ আমি হই
হঠাৎ দেখি ওনার কাঁধে
হঠাৎ আবার কই?


ডাকলে তারে কাছে আসে
আমার কথা বুঝে,
যখন আমি চলে যাই আবার
উড়ে উড়ে খুঁজে।


রাতে বেলায় কোথায় থাকে
তা আমি জানি না,
কিন্তু সে দূরে থাকুক তাও
আমি মানি না।


তার ছোট্ট ছোট্ট আদর সোহাগ
যদিও নাই ক্ষতি,
সে আমার প্রিয়া নয়
ভালোবাসার প্রজাপতি।