যাচ্ছে খারাপ যাক না ক'টা দিন
আসবে ফিরে স্রোতের ন্যায়ে
    একটা সুদিন।
হয়তো তখন থাকবে না কেউ
        মন্দ বলার আর,
দেখবে তখন-
বাংলা বর্ণের পাঁচের মত মুখটি হবে সবার।
নিন্দুকেরা নিধবে এমন
নইলে তাদের হয়না যেন
ভূরি ভোজের হজম!
আসবে যখন সুখের ছটা,
এমনিতেই তখন তারা হিংসা বিশে জখম।
সবার সময় খারাপ যাবে,
     এটাই নিয়তির খেলা
তাই বলে কি করবে সবাই হেলা?
জীবন সাম্পান ফিরবে তীরে
দেখবে তখন এটা!
চরাই উতরাই পেরিয়ে যখন,
  আসবে রঙিন দিন!
রঙিন স্বপ্নে বিভোর হয়ে শোধ হবে সব ঋণ।