আজ  আমি যে ব্যথায় ব্যথিত
কত ব্যথা জমা এই ছোট্ট বুকে,
কেউ জানার নয় আমি ব্যতীত;
রোজ পুড়ি বসে মনের অসুখে।


শূন্য চারপাশ এপাশ ওপাশ তাকিয়ে
এখন আর কেউ নেই পাশে মোর,
গলাটা মাঝে মাঝে আসে শুকিয়ে,
যতদূর মেলি চোখ দেখি অন্ধকার।


খালি পকেট ফাঁকা হাত ঘাড় ভরা
টেনশন আর আছে শুধু যত ঋণ,
কর্ম টা ঠিক নেই ব্যবসা তে লস ছাড়া
লাভ তো পেলাম না আর কোনদিন।


একটু সুখের আসায় হারলাম  সব
শাস্ত্রে যাহা বহু আগে রয়েছে  কথিত
চেপে বুকে ধুঁকে ধুঁকে সইছি তব
আজ আমি যে ব্যথায় রয়েছি ব্যথিত।