বুকের ভেতর খুব যন্ত্রণা হয়,
একটু পেছনে ফিরে তাকালে স্পষ্ট চোখের সামনে পুর্নিমা চাঁদের মতো সব সৃতি ভেসে উঠে।
এই তো সে দিন-
কত আপন ছিলাম দুজনেই
স্বপ্ন বুনেছি কত রাত জেগে,
কত ফুল ফুটে নিশি নিঃশব্দে ঝরেছে অকাতরে।
মাত্র ক'দিনের ব্যবধান দূরত্ব আকাশ পাতাল।
এখন আর আগের মত কথা হয় না
ফেটে গেছে বিশ্বাস এর চিত্র!
জাহাজের তলা ফেটে গেলে যেমন,
ঠিক তেমনি আস্তে আস্তে জীবনের রসদ অধ্যায় থেকে একটু একটু করে ডুবে যাচ্ছে
সম্পর্ক নামক ভেলা।
একটি সম্পর্ক কিছু মিথ্যে,
কিছু ভুল, কিছু দুঃস্বপ্ন, কিছু অভিমান,
কিছু এক রোখা মনোভাব এর কাছে হেরে গেছে।
রেখে যাওয়া কিছু সৃতি, দিয়ে যাওয়া কিছু ভালোবাসা, বলে যাওয়া কিছু কথা,
নীরবে সয়ে যাওয়া কিছু কষ্ট এখনো কাঁদায়।
নীলাদ্রির বুক জুড়ে অদূরে ভেসে চলা মেঘ,
কত রূপ তার ভিন্ন ভিন্ন,
আমার বুকে গেঁথে রয়েছে তোমার দেয়া
না দেখা কিছু চিহ্ন।