জানি তুমি অপেক্ষায় আছ
অস্থিরতার মাঝে নির্বিঘ্ন মনে।
অপেক্ষায় প্রহর গুনছ
নিভু নিভু চোখ বার বার
টেনে তুলছো অঙ্গুলি তে।
পৃথিবীর সমস্ত গ্লানি দূরে ঠেলে
সমস্ত কর্ম বি ফলে রেখে রয়েছ প্রতীক্ষায়।
জানি ক্ষণিকের জন্য ফিরে তাকাও নি ওপারে ,
যেখানে নিজের প্রতি রয়েছে এতটুকু সহানুভূতি।
জানি সবটা দিয়ে চাও,
মনে প্রাণে চাও,,
তবে শুধু এই ভেবে বুঝে নাও
আমি তোমার প্রতিচ্ছবি,
যেমনটা তোমার এপাশ ওপাশ,
ভিতরটা হাহাকার!
আর বাহিরটা জ্বলে পুরে অঙ্গার,
এই দিক ঐ দিক যত ফিরি
তত সুধু ঘেরা শূন্যতা।  
একটু পাই না পূর্ণতা,
যা তুমি দিয়েছিলে সেই দিন!
আজ আমি তোমাকে চাই
বড্ড বেশি চাই কিন্তু কি করে পাব?
সুধু এই ভেবে ক্লান্তি পেছনে রাখি,
আছো তুমি সবটা জুড়ে,
পাশে যা আছে তার মাঝে তুমি,
তোমাকে খুঁজি তোমাকে পাই না,
কবে হবে তুমি আমার?
আদৌ কি সম্ভব তোমাকে পাওয়া?
নাকি দিবাকর হয়ে সুধু জোছনা বিলা বে?
জানিনা আজও জানিনা
তোমার আমার হবে  কোথায় নোঙ্গর।
সুধু প্রতীক্ষা, পথ চেয়ে থাকা
আর মাঝে মাঝে চোখ মোছা
এই কি শেষ খেলা?
নাকি শেষ হবে নীলিমার নীল
যেখানে সমস্ত তারকা রাশি, চন্দ্র, নীহারিকা
সব মিলন মেলা।
আমি আছি থাকব সেই শেষ এর অপেক্ষায়,
তুমি থেকো!
তোমার প্রস্থান আমি সর্বাঙ্গে
সর্বাবস্থায় বিশ্বস্ত তার সাথে রেখেছি,
তুমি স্ব স্থির সঙ্গে স্তব্ধ থেকো,
আর গুনো অপেক্ষার প্রহর-
যেখানে রাত্রি পোহালে বাঁধা যাবে ঘর।