অর্থের লোভে যাঁরা মসগুল
বিবেকের নেই কোন হুঁশ,
স্বার্থের টানে করে সবকিছু
পৃথিবীতে ওরা কেমন মানুষ?
মুখে হাসি নিয়ে কথা বলে
কারো হাসি দেখার নেই সময়,
এত অনিয়ম এত অবিচার
মনে একটুও কি পায় না ভয়?
একটা মানুষের এত ক্ষতি
জানিনা ওরা করে কিভাবে!
একজন নয় দুই জন নয়
কত শত আছে এভাবে।
মানুষকে ঠকিয়ে অর্থ আজ
ওরা লুটে নেয় যে কায়দা করে,
শরীলের রক্ত চুষে খেলে ও
শেষ হত না যেত না কেউ মরে।
আজ চোখের সামনে দেখে
নিজের নির্মম করুণ পরাজয়,
চুপ থেকে সব সহ্য করে নেয়া
পরিবার কি আর বেচে রয়?
প্রবাস এর নামে দেশান্তর হয়ে
তেপান্তর আসি কতটা বেহুঁশ?
আমাদের নিয়ে খেলে ওরা রোজ
এ ধরায় ওরা কেমন মানুষ?
অর্থের অভাবে কেউ মরে না
প্রায় এখন মরে লোক শোকে,
অষ্টআশি বছর বয়স পেরিয়ে
বাবা নিঃশেষ হয় ধুকে ধুকে।
শেষ বয়সের শেষ সম্বল এখন
উড়িয়ে দিয়ে নীল আকাশে,
অশ্রুসিক্ত নয়ন আর অবুঝ মন
একটু আশায় কান পাতে বাতাসে।
সব হারিয়ে খোঁজে কেউ কেউ
পোড়া ঘরে থাকে যেমন নিখুঁত ছাই
বেচে থাকে তবু কত স্বপ্ন আসা
সৃষ্টি হয় নতুন করে আবার পুরোটাই।
তবুও নরপিশাচ হয় না খাটি
মনে আঁকে নতুন ফন্দি ক্লেশ!
অসহায় করে দুর্বল বানিয়ে খেলে
এ জগতে ওরা কেমন মানুষ?