সময়টা বেশ খারাপ যাচ্ছে,
প্রতিনিয়ত হাজার টা ঝামেলা,
যন্ত্রণায় জর্জরিত অসংখ্য ঋণিতা,
যেখানে যাই যে কাজ শুরু করি ব্যর্থতা আর ব্যর্থতা।
সকলের কাছে এ সময় খুবই অবহেলিত।
এখন আমি প্রায় কিংকর্তব্যবিমূঢ় ;
প্রতিটি রাত হয় অশ্রুসিক্ত, যা প্রায় গতানুগতিক।
উন্মাদ হয়ে ঘুরেছি শহরের গলিতে, এক স্টেশন থেকে অন্য স্টেশন তবুও খোলে নি ভাগ্য রেখা, দেখা মেলে নি রামধনু নাজেহাল আজ প্রতিনিয়ত।
শেষ বিকেলের এলোমেলো মেঘ গুলো যেমন আকাশের এক কোনে এসে জড়িত হয়ে নকশা আঁকে,
চেয়ে থেকে পারিনি সাজাতে নিজেকে।
হাল ছেড়ে চুপটি করে যখন কষ্টে জর্জরিত, কোথাও আর ঠাই নেই ডুবে গেছি যেন এক দাবাগ্নি ;
চন্দ্র যেমন পুলকিত করে রজনী, তেমনি
একটি সুখের তরী বেয়ে টেনে নিলো মোর সহধর্মিণী।