হাজার গ্রহ নক্ষত্রের মাঝে একটি চাঁদ
যেমন সবার আগ্রহের বিষয়;
ঠিক তেমনি আমার দুনিয়ায়,
সব থেকে বেশি আগ্রহ তোমার আঁখিদ্বয়ে।
অজস্র কষ্ট এক নিমেষে নিঃশেষ হয়ে যায়
শুধু এব বার তাকালে,
অকালেও হয়তো আমি রয়ে যাব তাগ্রা যুবক।
বার্ধক্য আমায় ঘায়েল করবে ঠিকই,
বয়সটা বাঁকিয়ে দিবে উনষাট উনসত্তর কিংবা  
                     উনআশির কাছাকাছি।
তোমার আঁখিদ্বয়ে তাকিয়ে বা কল্পনায় হলেও
       দেখবে আঠারোর ন্যায় বেচে আছি!
বিধাতার কাছে কৃপা;
মোর নয়নের তারা জ্বলে রয় যেন,হয়ে পুর্নিমা শশী
আকাশের নীলিমা হয়ে রোজ দেখবো তোমায়
                      ঐ চোখে তুমি কত রুপশী।