হয়েছো না হয় বিত্তশালী
তবে করো  কেন এত  বড়াই?
ভাবো নি কি তুমি সেদিনের কথা
যেদিন থাকবে না এই পাড়া-গাঁয়?


ক্ষণিকের তরে হয়েছো না হয়
বিত্তশালী আর বলবান,
তাই বলে কি অবিচারে মোদের
করে যাবে অপমান?


হয়েছি না হয় গরিব আমি
কেন করো এত অপমান?
গরিব বলে সমাজে কি আমার
নেই কোনো সম্মান?


মৃত্তিকা দ্বারা জন্মেছো তুমি
আবার মৃত্তিকা রূপে'ই যাবে,
সেদিন তোমার থাকবে না ধন
শুধু আমলনামা'ই রবে।