জানি নাকো তুমি রয়েছ কেমন?
একা কোন দূর নিলীমায়?
কেন চলে গেলে দূর অজানায়?
একা রেখে এই আমায়।


কতদিন ধরে শুনিনি তো আমি,
তোমার সেই কন্ঠের সুর?
বুক ফেটে যায় কষ্টে আমার
অশ্রুতে হয়েছে সমুদ্দুর।


ক্ষণে ক্ষণে বুক শিহরিত হয়
কত স্মৃতি পড়ে মনে,
বুঝো নাকি তুমি কষ্টটা আমার?
তাই তো কাঁদি আমি গোপনে।


প্রতিটা সময়ে বাজে ছেলেদের
হতে হয় সাথীহারা,
কষ্টকে তারা নীরবেই স়য়
নয়তো হতে হয় দিশেহারা।


তেমনি আমি হারিয়েছি তোমায়
আর পাবোও নাকো বুঝি আমি,
তবুও চেয়েছি খোদার কাছে
শুধু ভালো থেকো।