নৈ:শব্দের আড়ালেও,
অনেক শব্দ খেলা করে।
প্রকৃতির কোলেও,
কংক্রিটের দেওয়াল গড়ে ওঠে।
নতুন বসত বাড়ি মাঝেও,
পুরনো ভাঙাচোরা বাড়ির কথা মনে পরে।
প্রদীপের আলোর বেশে,
একাকীত্ব খেলা করে।
দুপুরের অসহ্য গরমের মাঝে,
শান্ত গোধূলি বেলার কথা মনে আসে।


ঠিক সেরকমই সময়ের মায়াজালের মাঝেও,
আমার মন মহলের অসংখ্য মানুষের ভীড়েও-
তোমার খোঁজ চলে অবিরাম।


আশা নিরাশায় পরিণত হয় ধীরে ধীরে,
তবুও খোঁজ চলছেই-
হয়তো এভাবেই খুঁজে পাবো
ছারখার হয়ে যাওয়া নিজেকে,
সাথে তোমাকেও।।


©️Amarabati basu