আমার প্রেম তোমার অপেক্ষায় আজও জটিল তপস্যায় মগ্ন।
দিন, কাল, ক্ষণ পেরিয়ে চলেছে অনন্ত।
সন্ধান নেই তোমার ভালোবাসার, না তোমার ঠিকানার।
বহু প্রতীক্ষা পেরিয়েও এই তপস্যা আজও একই ভাবে অবিচল।


আমি সেদিনই হেরেছি তোমার বর্ণে, গন্ধে, গীতিতে,
শুধু তোমার মুখের দিকে চেয়ে হারতে ভালো লাগেছে বলে।
এই প্রথম নতজানু হতে মন চেয়েছে।
এই প্রথম আমি হেরেছি তোমার কাছে।


মেঘলা দিনের রোদ্দুরের মতো তুমি গাছের ফাঁক থেকে
নরম এক চিলতে রোদ্দুর হয়ে উঁকি দিয়েছ।
ছড়িয়ে পরেছ আমার ঠোঁটে, গালে, আঙ্গুলে।
ভালোবাসা টাও বৃষ্টির জলের মতন চিকচিক করে উঠেছিল সেদিন।


বলতে বড্ড ইচ্ছা জেগেছিল মনে
এসেছ যখন এতো তাড়া কিসের? একটু বস, একটু হাত টা ধরো
একটু সুখ দুঃখও ভাগ করি আমারা-
কিন্তু মেঘলা দিনের রোদ যে বেশিক্ষণ থাকেনা খেয়ালই ছিলও না।


হঠাৎ গাছের পাতা গুলো বেরঙ্গিন হয়ে গেল,
হঠাৎই ভীষণ ভাবে গরজে উঠলো মেঘ,
যেন জানান দিলো তুমি নেই।
মেঘলা দিনের এক চিলতে রোদের মতই হারিয়ে গেছো আকাশে।


তবে আমার এই তপস্যা জারি থাকবে,
যতদিন না তুমি রৌদ্রজ্জ্বল দিন হয়ে ফিরে আসো।।