দরজাতে খিল দিয়ে এখন           বসে আছি ঘরে
ভয় নয় চাই করোনা যাক          একেবারেই মরে।
করোনাকে আনলে বয়ে           তবেই আসে ঘরে
তার ক্ষমতা নেই তো চলার  আসবে কেমন করে।
আয়ুও তার ঘণ্টা কয়েক,  থাকলে কোথাও পড়ে
তোমাকে সে মারবে কি, সে     নিজেই যাবে মরে।
হতে পারে কাউকে করোনা           ফেলেছে ধরে
সত্যি কথা সেই কথাটা         জানব কেমন করে।
তাইতো দূরে থাকতে হবে      সবাই সবার থেকে
সর্বনাশা করোনাকে             আনবে কেন ডেকে?
হেথায় হোথায় ঘাপটি মেরে  থাকতে পারে পড়ে
কাজের ফাঁকে হাতের উপর   বসতে পারে চড়ে।
মাঝে মাঝেই সাবান দিয়ে     তাই ধুয়ে নাও হাত
পারবে না করোনা তখন       করতে কুপোকাত।
হাত দিও না ভুলেও যেন        চোখে নাকে মুখে
ওই দরজা দিয়েই করোনা           যে পড়ে ঢুকে।
বিদেশ বা ভিন রাজ্য থেকে যদি এসে কেউ থাকে
দু সপ্তাহ কোয়ারিন্টিনে     থাকতেই হবে তাকে।
সর্দি হাঁচি কাশি বা জ্বর             যদি কারো হয়
চিকিৎসকের সলা নিলে        রবে না আর ভয়।
বাইরে গেলে মাস্ক পরবেন      রুখতে সংক্রমণ
প্রতিহত করতে হবেই           করোনা আক্রমণ।
অকারণে বেরোবেন না         থাকুন সবাই ঘরে
আসুন করোনাকে হারাই       সবাই মিলে লড়ে।
আড় নিয়ে করোনার সাথে     লড়াই করা হলে
মানবে সে হার লড়াই ফেলে   তখন যাবে চলে।