ভাল বলব কেমন করে কথা দাও না বলতে
হাঁটতে পারি তবু শেখাও কি ভাবে হয় চলতে।


তোমার মত করে কেন চলতে আমি যাব
বলতে পার আমায় কেন হাতের পুতুল ভাব।


কোন রং'টা ভালবাসব চাও তা বলে দিতে
কেন কর আপত্তি কও চাইলে বেছে নিতে।


চলতে পারি বলতে পারি ভাবতে পারি নিজে
পাইনে ভেবে তবু এতে আপত্তিটা কি যে।


তোমার ভাল মন্দ সবই জেনো আছে জানা
ভাল বলতে অনুমতি মন্দ বলতে মানা।


ভাল আমার কাছে ভাল মন্দটাতো নয়
সকল কথা বলব খুলে আর পাব না ভয়।


চাও না কেন প্রয়োগ করি নিজের অধিকার
তুমি বল আগের মত ছোট্টটি নেই আর।