প্রদীপে খানিকটা তেল ঢেলে দাও
বুকটা দিও না পুড়তে
এই অন্ধকারে প্রদীপটা নিভে গেলে
কানা মাছি ভোঁ ভোঁ হবে শুরু।
আমার বুকেতে হাত রেখে দেখ
ভয়ে বুক করে দুরুদুরু।
এক বার টেনে নিয়ে গেলে
কুমিরের মুখ থেকে ফিরে আসা যায় না
চলে যেতে হয় অনন্ত কালের যাত্রায়।
প্রদীপটা নিভতে দিও না
ওকে জ্বলতে দাও
ঝোড়ো হাওয়া অন্ধকারের দলেতে হয়েছে সামিল
সে ও চায় প্রদীপটা নিভে যাক।
আলো আর অন্ধকারের লড়াই ধুন্ধুমার
আকাশে মেঘেরা তর্জন গর্জনে মত্ত
অন্ধকারের বুক চিরে হেসে উঠে বিদ্যুৎ।
প্রাণপনে প্রদীপটা নিজেকে জ্বালিয়ে রেখেছে
সে চায় প্রদীপ জ্বলুক সবার মনে
অন্ধকারকে ঝেটিয়ে বিদায় করতে চায়
আলোর জগতে মিলবে না তার ঠাই
সাজা দিয়ে তাকে পাঠাবে নির্বাসনে।
একটা প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বলবে
পৃথিবী সে দিন আলোর জোয়ারে ভাসবে
মনে আছে যত মলিনতা ধুয়ে যাবে
নির্মল মন প্রাণ খুলে শুধু হাসবে।