আম্বেদকর আম্বেদকর
আজকে তোমার জন্মদিন
কেউ ভাবে না তোমার কাছে
আছে ভারতবাসীর ঋণ।
শূদ্র যারা ছিল না তাদের
মানুষের যা অধিকার
সমূলে উচ্ছেদ করতে চেয়েছ
সেসব অন্যায় অবিচার।
সংবিধানের রচয়িতা তুমি
দিয়ে গেছে ন্যায় বিধান
শূদ্রেরা মানুষের অধিকার পেয়েছে
তারা আজ সবার সমান।
সংগ্রাম করে গেছ আজীবন
ঘুচিয়েছ যত অন্ধকার
আজ আবার তোমাকে চাই
বাবা সাহেব আম্বেদকর।
তোমার জন্মদিন আজকে
এমন দিন কি ভোলা যায়
অধম ভারত প্রণাম করে
বাবা সাহেব তোমার পায়ে।