কেমন আছিস তোরা?
বহুদিন কোন খবর পাই না তোদের
তোরা কি পাল্টে নিয়েছিস ফোনের সিমটা?
কত বার ফোন করেছি পারব না বলতে সে কথা
একই কথা বার বার শুনিয়েছে ফোন
এই নম্বরের অস্তিত্ব নেই আর এখন।
সংবাদপত্রে পড়ি ডিটেনশন ক্যাম্পের খবর
আভাস পাই চারিদিকে বড় অস্থিরতার
স্লোগান মীটিং মিছিলে এখন সর্বত্র মুখর
দেশের  মানুষ নাকি বেনাগরিক হয়ে যাচ্ছে এখন
ঠেলে পাঠানো হচ্ছে ক্যাম্পে তাদের
নিমেষে শিকড় উপড়ে ফেলছে চক্রান্তকারীর দল
চোখের জল ফেলতে ফেলতে
বাস্তুভিটার সকল সম্পর্ক মুছে ফেলে
ঠাঁই মিলছে ডিটেনশন ক্যাম্পের কাল কুঠুরিতে।
সেখানে কারা আছে কিরকম আছে
কারো কাছে মেলে না সে খবর কিছুতেই
মুক্তি দিতে পারে মৃত্যু একমাত্র সেথা হতে।
তোদেরও ঠিকানা কি তবে হয়েছে সেখানে?
এছাড়া তো আর কিছু ভাবতে পারছি না
যেদিকেই কান পাতি একই কথা কানে ভেসে আসে
যে কোন মুহূর্তে কেউ বেনাগরিক ঘোষিত হতে পারে
আতঙ্ক তাই বাসা বাঁধছে এখন সবার মনে
নাগরিকত্ব কেড়ে নেওয়ার  এমন চক্রান্ত হয়নি কখনো।
স্বাধীনতা খোয়ানোর ভয়ে সবাই হয়েছে সোচ্চার
সব ভয় ঝেড়ে ফেলে রাজপথে হাঁটছে মিছিলে
ছাপোষা মানুষেরাও প্রতিবাদে হয়েছে সামিল
একটা শপথ নিচ্ছে সবাই মিলে
ওই ডিটেনশন ক্যাম্পের প্রাচীর গুড়িয়ে দেওয়ার।
আর কটা দিন অপেক্ষা কর তোরা
ওদের চক্রান্ত সফল হবে না কিছুতেই
অচিরেই বিভেদকামীরা পরাস্ত হবে
দেখতে পাবি তোরা আবার স্বাধীনতার মুক্ত আকাশ।