ঝাড়গ্রামে জঙ্গলে ঘুরে
বেড়াচ্ছে এক বাঘ
ক্যামেরায় পড়েছে ধরা
ডোরাকাটা তার দাগ।


ম্যাঁও নেই এখন জঙ্গলেতে
বাঘ গেড়েছে ঘাঁটি
রাত্রি কাটে সবার জেগে
সবার হাতে লাঠি।


আজ এখানে কাল ওখানে
মিলছে পায়ের দাগ
তন্ন তন্ন করে খুঁজেও
মিলছে না তো বাঘ।


বাঘের মলও পাওয়া গেছে
বাঘ যায়নি পাওয়া
এর পরে আর বলা যায় কি
বাঘ হয়েছে হাওয়া।


কখন কোথায় হানা দেবে
তা যায় না বলা
ভয়েতে তাই শুকিয়ে আছে
বাচ্চা বুড়োর গলা।


অনেক বাঘ মেরেছ এবার
বাঘটাকে সামলাও
জঙ্গল কেটে সাফ করো না
বাঁচতে যদি চাও।