জানি একদিন চলে যেতে হবে
সকলকেই চলে যেতে হয়
মৃতসঞ্জীবনী সুধাও কাউকে অমরত্ব প্রদানে হয়নি সক্ষম
যতক্ষণ দেহে প্রাণ আছে প্রাণপণে কর সংগ্রাম
কখনো ভেবো না জীবন সংগ্রামে হয়েছ পরাজিত
জয় পরাজয় নির্ধারণ করা তোমার কর্ম নয়
তুমি জীবন সংগ্রামে রত এক সংগ্রামী সৈনিক
পরাজিত হয়েছ ভেবে মৃত্যুকে করো না আহ্বান
সে তো আসবেই একদিন
জাপটে জড়িয়ে ধরবে তার বাহুবন্ধনে
সেই বন্ধন হতে মুক্তি পাওয়ার সাধ্য আছে কার--


একদিন যখন শমন আসবে
চলে যাওয়ার পরোয়ানা মেনে চলে যাব।
চলে গেলে ফিরে আসা কখনো হবে না আর
তাইতো হাজার প্রতিকূলতার কাছে মাথা নত করি না কখনো
এই বিশ্বের রূপ রস গন্ধের মায়ার বন্ধনে আবদ্ধ থাকতে চাই
একদিন যখন চলে যেতেই হবে
থেকে যেতে চাইলেও সে আবেদন হবে নামঞ্জুর
আমিও নাছোড়বান্দা বাঁচার আশায়
                        মৃত্যুর বুকে পদাঘাত করি
বুকের ভিতরে বাঁচার ইচ্ছা প্রতিধ্বনিত হয় বারবার
যদিও একথা আমার অজানা নয়
বিধির বিধান খণ্ডন করে সে ক্ষমতা আছে কার।