বাংলা মায়ের দামাল ছেলে মা ছিল যার প্রাণ
সকলের অতি পরিচিত শেখ মুজিবর রহমান।


কিছুই ছিল না তার কাছে প্রিয় বাংলার চেয়ে আর
করেছিল পণ দাসত্ব মোচন করবে সে বাংলার।


বার বার গ্রেফতার সে হয়েছে পায়নি কখনো ভয়
করবে মুক্ত বাংলাকে মনে ছিল তার নিশ্চয়।


হানাদারদের সঙ্গে লড়তে গড়েছে মুক্তিবাহিনী
বীর বিক্রমে জয়ের লড়াই সে এক অমর কাহিনী।


পর্যুদস্ত হল হানাদার ভয়ানক লড়াইয়ের শেষ
জাগল একটা স্বাধীন রাষ্ট্র সোনার বাংলাদেশ।


উর্দুর কাছে বশ্যতা ছিল এক জঘন্য অপমান
মুজিবের কাছে সব চেয়ে দামী বাংলার সম্মান।


বঙ্গবন্ধু হয়ে সে পেয়েছে বাঙালীর হৃদয়ে ঠাঁই
স্বাধীন বাংলার জাতির জনক মানে সকলেই তাই।