কলা বাগান পাটের খেত
সবুজ ঘাসের মাঠ
বাংলাদেশের মাঠে ঘাটে
বসে চাঁদের হাট।


সবুজ ঘাসের গালিচা তায়
স্নেহের পরশ পাই
ক্ষেতে ক্ষেতে সোনার ফসল
খুশীর সীমা নাই।


সরল মানুষ সরল প্রাণ
কোথায় এমন মেলে
মন চায়না কোথাও যেতে
এই দেশকে ফেলে।


মেঠো পথ আর বাঁশের বাগান
এখনও খুঁজে পাই
এমন দেশ এই পৃথিবীতে
আর কোত্থাও নাই।


ঝিঝিপোঁকা ঝিঝি ডাকে
সারা রাত ধরে
জোনাকি তার আলো জ্বেলে
আঁধার দূর করে।


এত খাল বিল আছে কোথায়
শাপলা, শালুক ফোটে
দু চোখ মেলে তাকিয়ে থাকি
প্রাণটা ভরে ওঠে।


জানালা দিয়ে তাকিয়ে দেখি
খোলা আকাশখানা
দূর গগনে চাই উড়তে
মেলে মনের ডানা।


গান গায় বিবাগী বাউল
বাজিয়ে একতারা
মাটির পরশমাখা সে গান
করে পাগলপারা।


বাবুই পাখি তাল গাছেতে
বানায় বাসা তার
রাজা বাদশার দেখিনি বাসা
এমন চমৎকার।


কিচিরমিচির পাখির আওয়াজ
মধুর কলতান
বুক ভরে যায় শুনলে পরে
জুড়িয়ে যায় প্রাণ।


জন্ম নিয়ে এলে যেন
বাংলাদেশেই আসি
বাংলা আমার ভীষণ প্রিয়
ভীষণ ভালবাসি।