জন্মগ্রহণ চুরুলিয়ায় দুখু মিয়া ডাকনাম
ছোটবেলা থেকেই শুরু হয়েছিল সংগ্রাম।
মক্তবে তার শিক্ষা শুরু মসজিদে মোয়াজ্জিন
দুঃখ মাঝে হেসে-খেলে কেটেছে তার দিন।
পিতা গেলেন পরলোকে নয় বছরের ছেলে
তখন থেকে সে চলেছে সকল বাঁধা ঠেলে।
কাঁধে তুলে নিয়েছিল সংসারের দায় ভার
ভয় পায়নি সে কখনো মানেনি সে হার।
যোগ দিয়ে সে লেটোর দলে বাঁধল কত গান
তার কাছেতে সমান ছিলা হিন্দু মুসলমান।
এক রেলওয়ে গার্ড খ্রীষ্টান সে তার খানসামা
তার সারাটা জীবন জুড়ে ছিল উঠা-নামা।
রুটির দোকান কাজ সেখানে কবিতা তার ফাঁকে
তার সে সৃষ্টি বড় আকৃষ্ট করেছিল দারোগাকে।
অন্যায়ের সে ছিল দুশমন দেখলে উঠেছে জ্বলে
সমুচিত খ্যাতি জুটেছিল তার ‘বিদ্রোহী’ কবি বলে।