জানালায় এসে ডাক দিয়ে যাও সাড়া দিতে পারি কই
ভেবেছি এবার যেতে নাহি দিব তবু চুপ করে রই।


কোকিলেরা কুহু কুহু ডেকে কয় সে দাড়ায়ে তব দ্বারে
বরণ করিয়া লহ এই ক্ষণে প্রীতির পুষ্প হারে।


চাতকের ন্যায় খুঁজিয়াছ যারে আসিয়াছে অবশেষে
কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ ফুটিয়াছে ভালবেসে।


বনে বনে আম্র মুকুলের ঘ্রাণ উতলা করিছে প্রাণ
হৃদয় আগল খুলে দাও আজ ভুলে যাও অভিমান।


বোশেখের মাদকতায় অলিরা মাতাল হয়েছে প্রায়
ফুল থেকে ফুলে ঘুরে শুধু তারা গুন গুন গান গায়।


নব কিশলয়ে সেজে তরুরাজি করে প্রেম নিবেদন
জেগেছে পুলক চিত্ত, হৃদয়ে যেন নব যৌবন।


রবির কিরণে ভুবন ভরেছে নেই আর অন্ধকার
হে কবি তোমারে বরণ করিতে খুলিয়া এলাম দ্বার।