হাতখানি দাও বাড়িয়ে বন্ধু, রাখ হাতখানি হাতে
পথ চেয়ে বসে রয়েছি সে শুধু তোমারই অপেক্ষাতে।
পিচ্ছিল পথে একলা হাঁটলে মনে হয় যাব পড়ে
দেখেছ দুনিয়া লন্ডভন্ড হয়েছে ঘূর্নিঝড়ে।
দিনের বেলায় নেমেছে আঁধার পথঘাট জনহীন
মনে হয় যেন পৃথিবীর শেষ হতে নেই বেশী দিন।
হয়তো বা তুমি বলবে এমন ভাবাটা উচিৎ নয়
হাতে হাত রেখে যদি থাকো সাথে ঘুচে যাবে সব ভয়।
বন্ধু তোমার জন্য হৃদয় সদাই ব্যাকুল থাকে
যখনি বিপদ এসেছে তখনই হাজির হয়েছ ডাকে।
হাজার বছর হেটেছে পৃথিবী বন্ধুত্বের জোরে
সাদর আমন্ত্রন হে বন্ধু তোমাকে আজ এই ভোরে।
তুমি ছিলে, তুমি আছ, তুমি রবে চিরকাল
তাই ভাবি সাফ হবে নিশ্চয়ই পৃথিবীর জঞ্জাল।
হিংসা, দ্বন্দ আর বিদ্বেষ ঘুচে যাক চিরতরে
বন্ধুত্বের প্রদীপ জ্বলুক দেশে-দেশে প্রতি ঘরে।
বাগিচাতে ফুল ফুটবে আবার পাখিরা গাইবে গান
হানাহানি ভুলে বন্ধুত্বে আজ ভেসে যাক যত প্রান।