পাড়ার মাসি পিসি এল বৌ দেখবে বলে
বৌকে দেখে অবাক হয়ে হাত রাখল গালে।
বৌয়ের মাথায় ঘোমটা কোথায় সে পরেনি শাড়ি
হাটের মাঝে বৌ তো যেন ভাঙল রসের হাড়ি।
হাত দিয়ে সে পায়ে প্রণাম করল না একবার
বলল আসুন বদলে ফেলি পুরোনো সংস্কার।
ছি ছি ওসব কথা মুখে কখনো আনে কেউ
জানলে কুকুরগুলোও ডেকে উঠবে ঘেউ ঘেউ।
পরনে জিন্স প্যান্ট শার্ট তায় সিঁথিও পরিষ্কার
বিবাহিত নারী বোঝে এমন সাধ্য আছে কার।
স্বামী ছিল তখন পাশে, বলে দেখুন একে
বলুন বোঝা যাবে কি এর হয়েছে বিয়ে, দেখে।
আমি যেমন ছিলাম আগে এখনও আছি তাই
বদলের দুনিয়ায় মেয়েদের বদলাতে কি নাই।
গুরুজনদের প্রতি ভক্তি আছে মনের মাঝে
ভগবানকেও স্মরণ করি সন্ধ্যা এবং সাঁঝে।
পাবেন না ভয় শাড়ি ছেড়ে প্যান্ট পরেছি বলে
তেমনি আছে দুনিয়াটা দেখুন যায়নি রসাতলে।
মাসি পিসি বলে বৌয়ের সত্যি তুলনা নাই
সন্ধ্যে পিদিম জ্বালতে হবে এবার চলো যাই।