কোন দিন মাখিনি তো কোন তেল চামড়ায়
কেন এসে রোজ রাতে ছারপোকা কামড়ায়?
গোটা কয় হাড় ছাড়া শরীরে কি আছে আর
বোঝে না তা ছারপোকা বোধটুকু নেই তার।
ছারপোকা কামড়ালে রাগ নয় খুশি হই
বেশ বুঝি বেঁচে আছি আমি মৃত মোটে নই।
ছারপোকা হাড় চুষে অবশেষে মানে হার
বুঝে নেয় ছারপোকা দেশে বড় অনাহার।
ভাবি বোকা ছারপোকা মোটেই সে বোকা নয়
ছারপোকা বলে তোকে দেখে বড় দয়া হয়।