চোখের ভাষা আছে, তা কেউ শুনেই হেসে দেয় উড়িয়ে
স্বীকার করে চোখের ভাষা দিতে পারে প্রাণ জুড়িয়ে।
চোখ যে কথা বলতে পারে সেই কথা আর ক'জন জানে
চোখের চাহনি কখনো বড্ড জেনো কাছে টানে।
চোখের কথা বলার ভাষা মৌন থাকে সবার জানা
ওই দুটো চোখ যখন ডাকে যায় না করা তখন মানা।
মন দিয়ে না পড়লে পরে যায় না বোঝা চোখের ভাষা
রয় তাকিয়ে সারা জীবন যার বুকে নেই ভালবাসা।
চোখের পাতা উঠে নামে চোখের তারায় আগুন ঝরে
সুখ দুঃখের কথাও বলে পরকে সে নেয় আপন করে।
চোখের ভাষার লিপির কাছে তাবড় তাবড় হার মেনেছে
স্বর্গীয় সুখ মিলেছে তার চোখের ভাষা যে জেনেছে।