দিন মজুরেরা সারা দিন পর সন্ধ্যায় ফেরে বাড়ি
কাজ পেলে ওরা উৎসবে মাতে উনুনেতে চড়ে হাঁড়ি।
ভাতের গন্ধে খুশি উথলে ওঠে।
খুশিতে পড়ে না ভাটা
জুটে গেলে চাল আটা।
সূর্য ওঠে আর ওরা কাজে ছোটে।
মরতে মরতে ওরা বেঁচে থাকে নেই মান অভিমান
ওদের খুশির খোরাকে কখনো তাইতো পড়ে না টান।