খোল দোর খোল, দ্যাখ এল দোল
চারিদিক রঙে রঙে হয়েছে রঙীন
আয় ওরে আয়, আজ মন চায়
দিয়ে রঙ মেখে হব আজকে বিলীন।


বনে বনে আজ দ্যাখ কত সাজ
কত রঙ তারা আজ মেখেছে
হল থাকা দায় করি কি উপায়
সেই রঙ এসে মনে লেগেছে।


মন উচাটন হয়েছে যখন
ফুরে ফুরে হাওয়া গায়ে লাগল
কি করে বোঝাই নিজেরে হারাই
মনেতে রঙের নেশা জাগল।


খুলে দে আগল আয়রে সকল
রঙে রঙে যাই আজ হারিয়ে
পিচকারি হাতে রঙ ভরে তাতে
বাইরে রয়েছি আমি দাড়িয়ে।