ভারত আমার হয়নি স্বাধীন জেনে রাখিস ভাই
আদ্যিকালের আইনকানুন দেখছি আজও তাই।


ইংরেজরা চলে গেলেও ব্যাটন গেছে ছেড়ে
আপন জনই রে রে করে মারতে আসে তেড়ে।


কে যে আপন কে ইংরেজ  তা নয় বোঝা সোজা
যে ছিল পর তারও এমন ছিল না চোখ বোজা।


রক্তপাতে বইছে প্লাবন মা'র চোখেতে জল
হারিয়ে যাচ্ছে বিশ্বাস যা ছিল এক সম্বল ।


আপন ভেবে দাড়ায় কে আর এখন পাশে এসে
এখন দেখি সবাই থাকে যে যার নিজের দেশে।


গর্ব করি আমার ভারত মহান যে এক দেশ
গৌরব তার হচ্ছে মলিন বেড়েই চলেছে ক্লেশ।


ভারত মাতার সন্তান' তবু এক নহে পরিচয়
ছোট-বড় আর উঁচু-নীচু কত ভাগে বিভক্ত রয়।


উপড়ে ফেল বিভেদের বীজ সে বড় সর্বনাশী
সব ভেদাভেদ ভুলে গিয়ে হও সবাই ভারতবাসী।


হেথায় ব্যথার কথা শোনার মানুষ যদি পাই
তবেই ভাবব ভারতবাসী সবাই আপন ভাই।