আমার হাসির অন্তরালে কান্না কেঁদে মরে
সবাই দেখে হাসি আমার রয়েছে মুখ ভরে।
কাঁদলে যদি জানতে না চায় চোখে কেন জল
জানি এমন জনের কাছে কাঁদাই যে নিষ্ফল।
তাইতো আমি হাসি ছড়াই কান্না চেপে বুকে
সবাই জানে আমার মত কেউ নাই আর সুখে।
বুকের কান্না আগুন হয়ে বেরোবে একদিন
জ্বলে পুড়ে হবে ছারখার মিটবে সবার ঋণ।