ঈদের বাজার করতে গেলাম
পয়সা কড়ি জুটিয়ে
ইচ্ছে মনে কেনাকাটা
করব এবার চুটিয়ে।


বাজারে যেতেই সব বাসনা
নিমেষে হল চুরমার
দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া
যায় না পাওয়া নাগাল তার।


এই পয়সায় নতুন পোষাক
সবার ভাগ্যে জুটবে না
তাহলে কেউ হাসবে আবার
কারো হাসি ফুটবে না?


তেমনটা না করে মনের
খুশি নেব ভাগ করে
দেখব আছে কার ক্ষমতা
নেয় সে খুশি লুট করে।


ঈদের চাঁদ আকাশে উঠে
খুশি দেবে বিলিয়ে
নতুন পোষাক না কেনা হলেও
দুঃখ যাবে মিলিয়ে।